বিজ্ঞাপন দিন

ডোমারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: “সত্য-মিথ্যা যাচাই করে,ইন্টারনেটে শেয়ার পরে” এই শ্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,তথ্য যোগাযোগ বিভাগের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে সেমিনারে মিলিত হয়। উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ। এছাড়াও সেমিনারে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,পরিসংখ্যান অফিসার আব্দুল বারী,মেডিক্যাল অফিসার ডা.মোজাহারুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার প্রমূখসহ উপজেলার ইউপি চেয়ারম্যানগন ও উদ্দ্যেক্তারা উপস্থিত ছিলেন। শেষে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।