বিজ্ঞাপন দিন

জলঢাকায় মহিলা ভ্যান চোর আটক

রাশেদুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি নীলফামারী; নীলফামারী জলঢাকায় পুরুষ সেজে অটোভ্যান চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন, মল্লিকা বেগম (২৬) নামের এক মহিলা চোর। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পৌর শহরের ডালিয়া রোডে এ ঘটনাটি ঘটে। পৌর এলাকা দক্ষিণ চেরেঙ্গার মৃত খবরু মামুদের ছেলে ভ্যান চালক আনোয়ার হোসেন জানান, রাস্তার সাইটে ভ্যান রেখে সার নেওয়ার জন্য দোকানে গেলে ক্ষানিক পড়ে ফিরে দেখি আমার ব্যাটারী চালিত অটোভ্যানটি নেই। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজনরা চিৎকার করে বলে একজন ভ্যান ঠেলে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ালে আমার সাথে সাথে লোকজনও পিছু নিয়ে দৌড়াতে থাকে। বাজারের পাশে মুদিপাড়ার রাস্তায় ভ্যানসহ চোর মহিলাকে আটক করি। মহিলাটির পড়নে ছিল পুরুষের পোশাক শার্ট ও প্যান্ট। দেখে বোঝা যাচ্ছিল না পুরুষ না মহিলা। পরে সবাই মিলে তাকে থানায় নিয়ে আসি। থানা সহকারী কর্মকর্তা বদরুদ্দোজা জানান, জনতা ভ্যান ও মহিলা চোর উভয়কেই আটক করে থানায় নিয়ে এসেছে। সৈয়দপুর উপজেলার কামার পাড়া ইউনিয়নের চিকলি গ্রামের নেজাব আলীর স্ত্রী মল্লিকা বেগম বলে জানিয়েছে মহিলা চোরটি।