বিজ্ঞাপন দিন

জলঢাকায় জমি দখলের অভিযোগ

আব্দুল মালেক: নীলফামারীর জলঢাকায় নিরিহ-অসহায় ধজেন্দ্র নাথ রায়ের জমি দখল করেছে প্রতাবশালী এক পরিবার। উপজেলার গোলমুন্ডা ভাবুনচুর সাইফুন বাজার এলাকার মৃত খগেন্দ্র নাথ রায়ের ওয়ারিশবর্গের জমি জোরপূর্বক জবরদখলের বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছে ধজেন্দ্র নাথ রায় (৫০)। ধজেন্দ্র নাথ রায় ঐ এলাকার মৃত যোগেন্দ্র নাথ রায়ের ছেলে। ধজেন্দ্র নাথ রায় তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমার ঠাকুরদা নাথ রায়ের নামে এস এ রেকর্ডভূক্ত জমির মালিক। তার চার পুত্র সন্তান, যোগেন্দ্র নাথ, উপেন্দ্র নাথ, উমাকান্ত রায় ও বিনোদ চন্দ্র রায় ওয়ারিশসূত্রে মালিক। খগেন্দ্র নাথের মৃত্যুর পরে ১৯৮৫ সালে উমাকান্ত ও বিনোদ চন্দ্রদয় তাদের পৈতৃক সম্পদের অংশবিশিষ্ট কিছু জমি অন্যত্রে বিক্রি করে। অবশিষ্ট জমি বড় ভাইদের কাছে দখলশর্তে বুঝিয়ে দেয় এবং স্বপরিবারে ভারতে চলে যায়। সেখানে তারা নাগরিকত্ব নিয়ে নিয়মিত বসবাস করে আসছে। অভিযোগকারী ধজেন্দ্র নাথ বলেন, আমার পিতা ও কাকা উপেন্দ্র নাথ পৈতৃক জমি ভোগদখল করাকালীন মৃত্যুবরন করেন। সেই থেকে কাকাতো ভাই ও আমরা শান্তিপূর্ণ ভাবে জমি ভোগদখল করে আসছি। তিনি আরো বলেন, বেশ কয়েক বছর যাবত একটি প্রতাবশালী একটি মহল আমাদের জমি দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে। ভাবনচুর মৌজার জে,এল নং-৬২, এস এ খতিয়ান ৫৩৯ দাগ ২২৫২ জমি ৪০ শতক,২৫৭ খতিয়ানে ২৩১৭ দাগে ৪০ শতক , ৮৬২ খতিয়ানে ২২৮৪ দাগে ৩১ শতক, ২৩০০ দাগে ০৯ শতক, ৫৪২ খতিয়ানে ২৩১১ দাগে ৩৭ শতক, ৫৪০ খতিয়ানে ২২৯৫ দাগে ৪৯শতক, ২২৮৬ দাগে ১০ শতক, ২২৬৫ দাগে ০৪ শতক, ২২৬৬ দাগে ০৫ শতক,২৩০১ দাগে ১২ শতক,২৮৫ খতিয়ান ২২৬৯ দাগে ৫৮শতক সর্বমোট তিন একর দখলে নেয়ার ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে নিরিহ পরিবারটি। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫/৪০ বছর ধরে এসব জমি চাষাবাদ করে আসছে। হঠাত একটি মহল বলছে এ জমি তাদের, কিন্তু কয়েকবার গ্রাম্য সালিশে কোন প্রকার কাগজ পত্রাদি দেখাতে পারেননি। এদিকে অভিযুক্তদের কাউকে না পেলেও আজিজুল ইসলামের ছোট ছেলে সুমন বলেন, আমরা কাগজ দেখাতে পারবো না, আদালতে দেখাবো।