বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ও রিক্সা ভ্যান শ্রমিক লীগের বিজয় দিবস পালন

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে চেতনায় মুক্তিযুদ্ধা সংগ্রাম পরিষদ ও জলঢাকা উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা শুরুর পর সকালে সরকার দলীয় এবং বিরোধী দলসহ এনজিও সংস্থার পাশাপাশি চেতনায় মুক্তিযুদ্ধা সংগ্রাম পরিষদ ডালিয়া রোড ব্যালতলা ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন পুরাতন গরুহাটি হতে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় বক্তব্য রাখেন, চেতনায় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি যুবলীগ নেতা এনামুল হক, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ মানিক প্রমুখ। পরে নিজ নিজ দলীয় অস্থায়ী কার্যালয়ে দোয়ার আয়োজন করেন।