বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্যসেবায় অবদান রাখায় বিভিন্ন ক্ষেত্রে পুরষ্কার বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উস্নয়নে অবদান রাখায় উপজেলা পর্যায়ে ল্যাম্ব শো প্রজেক্টের বিভিন্ন ক্ষেত্রে পুরষ্কার বিতরন করা হয়েছে। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে স্ট্রেনদেনিং হেলথ আউটকাম ওমেন এণ্ড চিলড্রেন শো প্রজেক্টের (ল্যাম্ব) আয়োজনে প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। সভাপতিত্ব করেন ল্যাম্বের পরিচালক খায়েল স্কট। এসময় আরো বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকী, পিআরপি অ্যাডভাইজর এলসি হাসদা, ল্যাম্বের প্রোগাম ডিরেক্টর সিএইচডিপি লিটন বালা, শো প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক আলতাফ হোসেন, ফিল্ড কো-অর্ডিনেটর লিটন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর কামরুল হাসান। এসময় অতিথিবৃন্দ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ল্যাম্ব শো প্রজেক্টের স্বাস্থ্যকর্মীদের মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় যে বিপ্লব ঘটিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও ইউএনও সুজাউদ্দৌলা গ্রামীন চিকিৎসা সেবায় ল্যাম্ব শো প্রকল্পের দক্ষ কর্মীদের কাজে লাগানোর জন্য উপজেলা স্বাস্থ্যবিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান। ল্যাম্ব শো প্রকল্প চলাকালীন সময়ে উপজেলার চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য কমিটি, প্রতিষ্ঠান, হেলথ সেন্টার , স্বাস্থ্যকর্মী নারী - পুরুষ ও সিএসবিএ সহ মোট ২৪ টি শ্রেষ্ঠ পুরষ্কার দেওয়া হয়।