বিজ্ঞাপন দিন

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবসের শুভ সুচনা হয়।১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি শেষে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,পৌরসভা,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি আধা সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান,সাংবাদিক,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুস্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা,সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা শাপলা প্রতীকের ব্যাজ ও ফুলদিয়ে মুক্তিযোদ্ধাদের বরণ করেন। পরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ,আনসার ভিডিপি,স্কাউট,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিশু সংগঠনের সমাবেশ,কুচকাওয়াজ শারিরীক কসরত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা,সিনিয়র সহকারী পুলিশ সুপার( ডোমার,ডিমলা সার্কেল)জয়ব্রত পাল,সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।একই মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুপুর বারোটায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বিকালে প্রীতি ফুলবল ম্যাচ এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন কর্মসূচী গ্রহন করা হয়েছে।