বিজ্ঞাপন দিন

জলঢাকায় সাতদিনব্যাপী "চাঁদমনি" হস্তশিল্প ও প্রদর্শনী মেলার সমাপনী অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ সাতদিনব্যাপী "চাঁদমনি" হস্তশিল্প ও প্রদর্শনী মেলার শেষদিন গত সোমবার ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। নীলফামারীর জলঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৪ ডিসেম্বর ২০১৯ (মঙ্গলবার) এ অঞ্চলের পিতৃ মাতৃহীণ হতদরিদ্র পরিবারের ঝড়ে পড়া কন্যাদের আপন ঠিকানা "চাঁদমনি"। এ আশ্রমের প্রতিতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলালের আয়োজনে ৭ম বারের মতো অনুষ্ঠিত দ্বিবার্ষিক এই হস্তশিল্প ও প্রদর্শনী মেলা মানুষের মাঝে প্রানসঞ্চার সৃষ্টি করেছে। কোনোধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুস্থ বিনোদনের মাধ্যমে দুবছর পরপর মেলাটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী - ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, আ.লীগ নেতা একে আজাদ, জসির উদ্দিন ও স্কাউটস সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ। প্রথম দিন এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এবারের মেলায় বিভিন্ন ধরণের ৩৪টি স্টলসহ ছিলো মৃত্যুকুপ মোটরসাইকেল খেলা, নাগরদোলা, পুতুল নাচ, লাটি খেলা, যাদু প্রদর্শন ও প্রতিদিন নিত্যনতুন অনুষ্ঠান এবং নাটক অনুষ্ঠিত হয়েছে। চাঁদমণি আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন ও স্কাউট সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম প্রমুখ।