বিজ্ঞাপন দিন

জলঢাকায় মা ও শিশুর মাঝে কম্বল বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বুধবার সকালে মা ও শিশুর মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গোলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রাঙ্গনে ল্যাম্ব শো প্রকল্পের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঐ স্বাস্থ্য কেন্দ্রে প্রসবকৃত শতাধিক মা ও শিশুর মাঝে দুইটি করে কম্বল বিতরন করেন গোলনা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ইনচার্জ উসক মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর শামছুল করিম, প্যানেল চেয়ারম্যান তাহেরা বেগম ও পরিবার কল্যান পরিদর্শক খোরশেদ আলম প্রমুখ। চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়, গর্ভবতী সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, নবজাতকের সেবা, ৫ বছরের কম বয়সি শিশুদের সেবা, প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা, ইপিআই সেবা ও ভিটামিন এ ক্যাপসুল বিতরন করাসহ নিয়মিত রোগীদের চেক আপ করে স্বাস্থ্য সেবা ইউনিয়নের তৃনমূল মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে গরীবের ডাক্তার খেতাব পেয়েছে ডাঃ শাহিন । খোজ নিয়ে জানা যায়, ইউনিয়নবাসীর কাছে প্রিয় ডাঃ শাহিন ২০১৮ - ১৯ সালে পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ উপসহকারী মেডিকেল অফিসার নির্বাচিত হয়।