মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী);
নীলফামারীর জলঢাকায় শুক্রবার ও শনিবার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা গুলোতে বীর শহীদদের স্বরণে স্বরণ সভা করেছে বঙ্গবন্ধু সমর্থক গোষ্টি ও জাগরন সংগঠন।এরই অংশ হিসেবে উপজেলার মন্থের ডাঙ্গা মদিনাতুল উলুম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় শহীদের নিয়ে বিভিন্ন আলোকপাত করেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক লাভলুর রশীদ, বঙ্গবন্ধু সমর্থক গোষ্টি ও জাগরনের আহবায়ক সাদ্দাম হোসেন শাওন।বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম প্রামানিক (সিরাজ)আনিস আহ্ম্মেদ বিপ্লব, মিশু,জাজিমুর রহমান বুলেট,লাভলু,মামুন,শরীফুল ইসলাম সুমন,প্রমূখ।স্বরণ সভা শেষে এতিমখানা ও মাদ্রাসাটিতে অবকাঠামো উন্নয়নের জন্য কয়েক বস্তা সিমেন্ট ও খাদ্য সামগ্রী বিক্রয় বিতরন করে সফল প্রধানমন্ত্রীর শুস্ততা কামনা করে দোয়া ও মিলাত মাহফিল করা হয়।