বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

এরশাদ আলম/মঈন উদ্দীন শিরিন,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।পশ্চিম শিমুলবাড়ি শালটিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।এর মধ্যে আসাদুল হক মাছ প্রতীক নিয়ে ১ শত ২০ ভোট পেয়ে প্রথম ও শরীফ রহমান ছাতা প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মহিলা প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।এর মধ্যে মহমিনা আক্তার গোলাপ ফুল প্রতীক নিয়ে ১৩৪ ভোট পেয়ে প্রথম ও শিমু আক্তার তালা প্রতীক নিয়ে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অপরদিকে মীরগঞ্জ নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ প্রার্থী হিসেবে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।এর মধ্যে হাবিবুর রহমান টিউবয়েল প্রতীক নিয়ে ১৪৭ ভোট পেয়ে প্রথম হয়েছে,মাছ প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে জিয়া নির্বাচিত হয়েছেন।অপরদিকে মহিলা প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করেন।এর মধ্যে রেহেনা বেগম গোলাপ ফুল প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে প্রথম ও রুপালি বেগম তালা প্রতীক নিয়ে ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।শিমুলবাড়ী ইউনিয়নে বেরুবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা প্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন।তন্মধ্যে রুপালি বেগম গোলাপ ফুল প্রতীক নিয়ে ২৪৭ ভোট পেয়ে প্রথম ও কলস প্রতীক নিয়ে খাদিজা বেগম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এ কে এম আনোয়ারুল কবীর।কেন্দ্র গুলোতে প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খালা বাহিনীর সদস্যবৃন্দের সহযোগিতায় সুন্দর ও মনরম পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।