বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীক্ষা - মানসম্মত শিক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রধান শিক্ষকদের নিয়ে মানসম্মত শিক্ষা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা সহকারি শিক্ষা অফিসার এবিএম মোকতাদির বিল্লাহ, কৃষ্ণা কাবেরী বিশ্বাস, হারুন-অর রশীদ, হাবিবুর রহমান, আনোয়ারুল কবির, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, রেহেনা পারভিন পাপড়ি, মোহাম্মদ হোসেন সারওয়ার্দ্দী টিটু, বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা কমিটির কমিশনার বঙ্কিম চন্দ্র রায়, সাধারন সম্পাদক মর্তুজা ইসলাম, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বাবু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গণী ওসমানী। এসময় তিনি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিববর্ষ পালন করতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহবান জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় উপজেলার ২ শত ৪৯ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।