রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: “শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটীতে অভ্যান্তরীণ আমন ধান সরকারী খাদ্যগুদামে ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চিলাহাটী খাদ্যগুদাম চত্ত্বরে ২৬টাকা কেজি দরে ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষকের নিকটহতে ১ মেট্রিকটন ধান ক্রয় করে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান,ডোমার খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান,চিলাহাটী খাদ্যগুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায় প্রমূখসহ কৃষকরা উপস্থিত ছিলেন। এবারে উপজেলার চিলাহাটীতে ৩২৭ জন কৃষকের নিকট ৩২৭ মেট্রিকটন আমন ধান ক্রয় করা হবে।