বিজ্ঞাপন দিন

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্টা বার্ষিকী নিয়ে সংবাদ সম্মেলন

আব্দুল মালেক, নীলফামারীঃ-”মাদককে রুকবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আগামী ২ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্টা বার্ষিকী সারাদেশের ন্যায় নীলফামারীতে অনুষ্টিত হতে যাচ্ছে। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হবে প্রতিষ্টা বার্ষিকী। আর এই প্রতিষ্টা বার্ষিকীকে ঘিরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে বনফুল অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রানী মিস্ত্রী। প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ০২ জানুয়ারী সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী মাদক বিরোধী অনুষ্টান। জেলা প্রশাসনের সহযোগীতায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার ও পৌর মেয়রসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট।