বিজ্ঞাপন দিন

বই উৎসবে সাড়ে ৩শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দিলেনম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল হক

রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ’ শেখ হাসিনার বাংলাদেশ”শ্লোগানে নীলফামারীর ডোমার উপজেলায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে ১১ হাজার,২য় শ্রেণিতে ১০ হাজার, ৩য় শ্রেণিতে ১০ হাজার একশত, ৪র্থ শ্রেণিতে ১০ হাজার দুইশত ও ৫ম শ্রেণিতে ৮ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে অভিভাবক সমাবেশে বই উৎসব পালিত হয়েছে। বই উৎসবে ডোমার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল হক মনু উক্ত প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীকে নিজ অর্থায়নে সরকারের দেওয়া নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস বিতরণ করেন। শিক্ষার্থীরা নতুন বই ও পোষাক পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। ৪র্থ শ্রেণির ছাত্রী আচঁল আক্তার জানান,নতুন বইয়ের সাথে স্কুল ড্রেস পেয়ে খুব আনন্দ লাগছে। বইয়ের সাথে ড্রেস পাবো তা ভাবতে পারিনি। একই শ্রেণির তিথী,তারিশা ও ৩য় শ্রেণির তরিমা আক্তার বলেন,এক সাথে নতুন বই ও স্কুল ড্রেস পেয়ে খুবেই ভালো লাগছে। ম্যানেজিং কমিটির সভাপতি ময়নুল হক মনু জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য সব কিছুই উজাড় করে দিচ্ছ্ েসেই তুলনায় আমার পক্ষ হতে সাড়ে ৩শত জন শিক্ষার্থীর স্কুল ড্রেস খুবেই সামান্য।আমরা যদি সকলেই নিজ নিজ অবস্থান থেকে কিছু করি, তাহলে দ্রুত উন্নত দেশে পৌছানো আমাদের পক্ষে সম্ভব হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোর্মা বেগমের সভাপতিত্বে ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী,বিশিষ্ট্য ব্যবসায়ী মশিয়ার রহমান,সহকারী শিক্ষক তারিক হাসান,সালমা পারভীন,শাম্মী আক্তার,সেতারা বেগম,জেসমিন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।