বিজ্ঞাপন দিন

"জলঢাকায় এস সি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন"

রবিউল ইসলাম রাজ,নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় কাঁঠালি এস সি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে জানিয়েছে প্রধান শিক্ষক বেলাল হোসেন। তিনি জানিয়েছেন,গত ২৫ জানুয়ারি সকাল ৯টা-দুপুর ২টা পর্যন্ত সারা বাংলাদেশে একযোগে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে। এরে ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠানেও এ নির্বাচনে হয়েছে। নির্বাচনের সবকিছু করেছে শিক্ষার্থীরা নিজেরাই। তারাই প্রার্থী,তারাই ভোটার,এমনকী তারাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সবকিছু।ভােটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রয়োগ করেছে।ভোট গণনাও তারাই করেছে। তারাই ফলাফল বের করে উপস্থিত সবাইকে জানিয়ে দেয়। আমরা ওইদিন শুধু সাধারন মানুষের মত ভোট দেখেছি। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মোনাম হাসান ও প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন জান্নাতি আক্তার। তিনি আরও বলেন,সারাদেশের ন্যায় আমরাও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন করেছি। মোট ভোটার ছিল ৬ শত ৬৬ জন। মোট ৮ পদের বিপরীতে প্রার্থী ছিলো ১১ জন। এ নির্বাচন করার উদ্দেশ্য হলো শৈশব থেকে গণতন্ত্র চর্চা মাধ্যমে জ্ঞান লাভ করবে শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা শৈশব পেরিয়ে অনায়াসে ভোট দেয়া-নেয়া করতে পারবে। এমনকী স্থানীয় অক্ষরজ্ঞানহীন লোকদের বুঝাতে পারবে। এ নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোত্তাকিন খিজির,প্রধান শিক্ষক বেলাল হোসেন,সহকারী শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ,ছাত্র/ছাত্রীসহ স্থানীয় জনগন প্রমূখ।