বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্ভোধন ও প্রতিবন্ধিদের মাঝে বই বিতরন

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন গতকাল বুধবার দুপুরে ওই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট ইসমত আরা। তিনি বলেন, আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। পরে সিদ্ধান্ত নিয়ে প্রতিবন্ধিদের জন্য বিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ, চিকিৎসা সেবা, বয়স্কদের স্বাক্ষর ও শিক্ষার ব্যবস্থা সহ সম্পূর্ণ বিনামূল্যে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন উদ্দ্যোগ শুরু করি। সেবা সমূহ দেয়ার জন্য সকল অবকাঠামো প্রস্তুত করেছি। স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী এগ্রো লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কাজী আবু সাঈদ বলেন, গ্রামের মানুষের সেবা করার জন্য পাশে দাড়াতে পেরে আজ নিজেকে ধন্য মনে করছি। পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন,বড়গোলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলুফা ইয়াসমিন,কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলশেন আরা,ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল মাজেদ। আল সাব্বির সাগরের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ বিনামূলে বই বিতরন করেন।