বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় বক্তব্যে রাখেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জিকুরুল হক, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, কাস্টমসের সহকারি কমিশনার আব্দুস সালাম, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারন জনতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও বর্তমান সরকারে উন্নয়ন নিয়ে আলোচনা করেন।