বিজ্ঞাপন দিন

ডোমারে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে উপজেলার অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ৩০ বীর এর আয়োজনে ১০ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান কেন্দ্রে উপস্থিত ছিলেন রংপুর ক্যান্টমেন্টের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম। ১০ ফিল্ড এ্যাম্বুলেন্সের মেজর আহাদের তত্বাবধানে কয়েকশত ফ্রি সেবা নিতে আসা মানুষের সেবা প্রদানে গাইনী বিশেষজ্ঞ কর্নেল ডা. আলিফা,শিশু বিশেষজ্ঞ মেজর ডা.ইয়াছিন,চক্ষু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. রিনা,প্যাথলজিষ্ট লেফটেন্যান্ট কর্নেল জামাল ও সাইনোসিস্ট মেজর সাহেদ সেবা প্রদান করেন। ফ্রি সেবা গ্রহনকারীরা বিনা ভিজিটে রোগ নির্নয় ও ঔষধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।