বিজ্ঞাপন দিন

জলঢাকায় নতুন বই পেলেন ৮১ হাজার শিক্ষার্থী

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ৮ম শ্রেণীর এক প্রতিববন্ধী শিশুর হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে বই উৎসবের শুভ উদ্বোধন। বুধবার সকালে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ন বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। বক্তব্যে রাখেন,সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক,প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধা আব্দুল গফ্ফার,সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু,অধ্যাপক আনিছুর রহমান চৌধুরী,প্রধান শিক্ষক রোকুনুজ্জামান চৌধুরী প্রমূখ। বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ূ কামনা করেছেন বক্তারা। এছাড়াও একই দিনে এ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৫১ হাজার ৬শত,মাধ্যমিক পর্যায়ে ২২ হাজার ও মাদ্রাসা পর্যায়ে ৮ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।