তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ নারী ও কন্যাশিশুদের অর্থনৈতিক ও জীবিকার সুযোগ সৃষ্টি শীর্ষক কর্মশালা রংপুরের তারাগঞ্জে পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফামের আর্থিক সহায়তায় অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার কুর্শা ইউপি হলরুমে সকালে ত্রিশজন নারী পুরুষের নিয়ে ওই কর্মশালায় নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত ও বাল্য বিবাহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জীবিকার সুযোগ সৃষ্টিতে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম মিঞা, বিআরডিবি কর্মকর্তা মমিনুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন কমিউনিটি ইয়ুথ দলের সদস্য রুমা আক্তার, রুজিনা আক্তার,সার্বিক তত্বাবধানে পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন।