বিজ্ঞাপন দিন

জলঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জেডএ সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে১০ জানুয়ারি বর্নাঢ্য ভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের সিদ্ধান্ত হয়। এছাড়াও ঐদিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগনণা ডিজিটাল ডিভাইস স্থাপনের স্থান নির্ধারন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।