বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্কুলে স্কুলে বই উৎসব

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে উপজেলায় বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। স্কুলের সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, অধ্যাপক (সাবেক) আনিছুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে আলহেরা এডুকেয়ার হোম মাধ্যমিক বিদ্যালয় ও কেজি স্কুল প্রাঙ্গনে এক শিশুর হাতে বই তুলে দিয়ে প্রাথমিক স্কুলের বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। সভাপতিত্ব করেন পরিচালক সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোস্তফিজুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহবুবর রহমান মনি, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এদিকে একই অতিথিবৃন্দ জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উধসবের উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই বিতরণ উৎসব পালিত হয়েছে। আর বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আবেগে আপ্লুত শিক্ষার্থীরা। একই কথা জানিয়েছে উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ।