বিজ্ঞাপন দিন

সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী জেলা প্রতিনিধি; নছিমনের ধাক্কায় নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্র মোরছালিন ইসলাম হাসিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার সহপাঠিরা। আজ সোমবার দুপুরে ব্যানার ফেষ্টুন নিয়ে বিদ্যালয়ের সামনে ডিসি অফিস সড়কে বিক্ষোভ শেষে ঘন্টাব্যাপী এ মানবন্ধন করে তারা।উক্ত মানববন্ধনে নছিমন চালককে গ্রেপ্তার, শাস্তি, ক্ষতিপুরন দাবীসহ প্রধান প্রধান সড়কে সকল অবৈধ যান চলাচল বন্ধের দাবী জানানো হয়। মানববন্ধন চলাকালীন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোখলেছুর রহমান এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবী দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তারা।উল্লেখ্য, গতকাল রোববার বিদ্যালয় ছুটি শেষে বাই-সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নীলফামারী বাইপাস সড়কের ফকিরপাড়ায় নছিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় স্কুল ছাত্র হাসিফ।