বিজ্ঞাপন দিন

দরিদ্র মানুষকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেয়া হবে --নীলফামারীতে ত্রান বিষয়ক প্রতিমন্ত্রী

আব্দুল মালেক, নীলফামারীঃ- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রতিটি গ্রামে একজন করে অসহায় দরিদ্র মানুষকে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চলমান কর্মসুচীর পাশাপাশি মুজিব বর্ষে এই বিশেষ সুবিধা পাবেন প্রতিটি গ্রামের একজন করে মানুষ। আগামী জুলাইতে এটি বরাদ্দ দেয়া হবে। সে হিসেবে নীলফামারী জেলায় বাড়তি আরো প্রায় চার’শ জন মানুষ এই উপকার পাবেন। শনিবার বিকেলে(০৪জানুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ কমিটির বিশেষ সভায় প্রধানমন্ত্রীর এ কথা জানান প্রতিমন্ত্রী। এতে বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোহসীন বক্তব্য দেন। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম।