বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো উপজেলা প্রশাসন,রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠন

এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন,রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সমুহ । দিবসটি পালনের লক্ষ্যে দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,প্রেস ক্লাব,সাংবাদিক ঐক্য পরিষদ, রিপোর্টার্স ইউনিটি, সামাজিক সংগঠন বন্ধন, সহ বিভিন্ন সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন রাতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করে। এদিকে দিনের শুরুতে দি মুন কেজি স্কুল, আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগ,জাতীয় পার্টি,জাতীয়তাবাদী দল বিএনপি। মটর শ্রমিক ইউনিয়ন, জাসদ, জাহান রেসিডেন্সিয়াল স্কুল, ক্যাডেট একাডেমি, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে। অন্যদিকে জাতীয় পার্টির ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি আনোয়ার হোসেননের নেতৃত্বে অস্থায়ী কার্যালয় জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।এসময় জাতীয় ছাত্র সমাজের উপজেলার সকল নেতাকর্মী ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী র‌্যালীতে উপস্থিত ছিলেন।রাতে ১২:০১ মিনিটে রিপোর্টার্স ইউনিটির পক্ষে শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পন করে রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক এবং সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ।