বিজ্ঞাপন দিন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিভাগীয় আহবায়ক নীলফামারীর সন্তান সফিয়ার রহমান

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের রংপুর বিভাগীয় আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি । আর এই কমিটিতে আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার কৃতি সন্তান সফিয়ার রহমান। গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোলায়মান মিয়া ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের রংপুর বিভাগীয় আহবায়ক কমিটিতে সফিয়ার রহমানকে আহবায়ক নির্বাচিত করায় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক খোরশেদ আলম এবং অর্থবিষয়ক সম্পাদক কৃঞ্চ কান্তি সিংহ রায় ও নীলফামারী জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সৈয়দ আলী, সহ-সাংগঠনিক কবীর হোসেন, অর্থ সম্পাদক নুরল আফছার বাবলু, সহসাধারন সম্পাদক সারোয়ার হোসেন লেবু ও দপ্তর সম্পাদক আব্দুল হামিদ শাহ্ সহ আরো অনেকে অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দুকে। সেই সাথে নিজ নিজ এলাকায় আমন্ত্রন জানান তারা। সফিয়ার রহমান, উপজেলার প্রত্ত্বন্ত এলাকা ডিমলা বাবুরহাট গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের বড় ছেলে। আহবায়ক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সফিয়ার রহমান বলেন, আমাকে যারা সম্মানজনক পদে নির্বাচিত করেছে, জীবন দিয়ে হলেও তাদের সম্মান রক্ষা করবো। রংপুর বিভাগের সকল মুক্তিযোদ্ধা সন্তানদের একত্রিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিটি ঘরে ঘরে জাগ্রত করবো। সেই সাথে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড সাধারন মানুষের কাছে পৌছে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।