বিজ্ঞাপন দিন

এডিসি পদোন্নতি পাওয়া জলঢাকার ইউএনও’কে বিদায় সংবর্ধনা দিলেন- ওসি

আব্দুল মালেক, নীলফামারীঃ- এনডিসি পদে পদোন্নতি পাওয়া নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সুজাউদ্দৌলা কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। সদ্য পদোন্নতি পাওয়া ইউএনওকে বিদায় সংবর্ধনা জনালেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান । বুধবার (১২ ফেব্রুয়ারী) রাত ০৯টায় থানা পুলিশের আয়োজনে থানা কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রুহুল আমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা সহকারী ভূমি কমিশনার গোলাম ফেরদৌস, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এস আই এবিএম বদরুদ্দোজা বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির, ইন্সপেক্টর তদন্ত ফজলুর রহমান ও এস আই মাসুম বিল্লাহ প্রমূখ। বিদায়ী বক্তৃতায় মোঃ সুজাউদ্দৌলা বলেন, জলঢাকা উপজেলাবাসী সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের কে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি। এখানকার চেয়ারম্যান-মেম্বারসহ সকল জনপ্রতিনিধিরা একটু আলাদা। তাদের সততা ও নিষ্ঠায় আমি মুগ্ধ । তিনি আরো বলেন, আমার কর্মময় সময়ে কাউকে কখনো কিছুর জন্য আদেশ করিনি বরং অনুরোধ করেছি। জলঢাকার মানুষ আমাকে অনেক সাহায্য করেছেন। আশা করি এভাবেই আপনারা নতুন ইউএনওকে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আরো কিছুদিন থাকতে পারলে হয়তো ভালো হত। স্বপ্ন ছিল জলঢাকা একটি বঙ্গবন্ধুর আদর্শের নগরী বানাবো। যাই হোক অনেক স্বপ্ন ছিলো। মানুষ মাত্রই ভুল। তাই চলার পথে আমারো অনেক ভুল হতে পারে। এসব আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার নতুন কর্মস্থল কুড়িগ্রাম জেলায় নিমন্ত্রণ রইলো। আপনাদের জন্য শুভকামনা রইল।