বিজ্ঞাপন দিন

২১শে ফেব্রুয়ারী পালনের লক্ষে নীলফামারীতে ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ- ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে নীলফামারী জেলার ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে জেলা অফিস কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন শাহ ফকির, সাধারন সম্পাদক সৈয়দ আলী, সহসাধারন সম্পাদক সারোয়ার হোসেন লেবু, সাংগাঠনিক সম্পাদক এনামুল কবীর চৌধুরী রাজা, সহ-সাংগঠনিক কবীর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক নুরল আফছার বাবলু (বাবু),দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সদর উপজেলার সহসভাপতি কলিমুদ্দিন ও কিশোরগঞ্জ উপজেলার আহবায়ক জামিনুর রহমান চৌধুরী মানিক প্রমূখ। এসময় বক্তারা বলেন,যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য ২১ শে ফেব্রুয়ারি অত্যন্ত গর্বের একটি দিন। এটা বলতে হয় ২১ ফেব্রুয়ারি একই সঙ্গে যেমন বেদনার ঠিক তেমনি আনন্দেরও বটে। বেদনার এজন্যই বলছি কারণ ভাষার জন্য ১৯৫২ সালে রফিক, সালাম, বরকতরা শহীদ হয়েছিলেন। আর আনন্দের এজন্য বলছি কারণ তাদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার, তাদের রক্তের শক্তি একদিন বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতার। অনুষ্টান শেষে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রংপুর বিভাগীয় সভাপতি সফিয়ার রহমানসহ দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।