বিজ্ঞাপন দিন

পরীক্ষার কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও!

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় চলতি এসএসসি পরীক্ষার একটি খাতা উধাও বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অনেক খোজা খোঁজির পরেও সেই খাতার হদিস পাওয়া যায়নি। কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার এসএসসির পরীক্ষার দু’টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত ও মানবিক বিভাগের সাধারণ বিজ্ঞান। ওই কেন্দ্রে মোট ১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। উচ্চতর গণিতে ৩১১ জন এবং সাধারণ বিজ্ঞানে ৭২২ জন। ঘটনার দিন কেন্দ্রের ১১নং কক্ষে উচ্চতর গণিতে ৩৫ জন পরীক্ষার্থী অংশ করলেও পরীক্ষা শেষে দায়িত্বরত শিক্ষকগণ ৩৪টি খাতা জমা পান। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত হারিয়ে যাওয়া খাতার কোন খোঁজ পাওয়া যায়নি। উধাও বা হারিয়ে যাওয়া খাতার পরীক্ষার্থীর নাম পংকোজ রায়। তার রোল নং-২১১০৬৫। সে উপজেলার কৈমারী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিচ্ছে। খাতা হারিয়ে যাওয়া পরীক্ষার্থী পংকোজ রায় বলেন, ‌‘পরীক্ষা শেষে আমি খাতাটি ম্যাডামের কাছে জমা দিয়েছি’। কিন্তু ওই কক্ষে দায়িত্বরত কক্ষ পরিদর্শক মাধবী লতা ও মনোরঞ্জন রায় জানান, আমাদের কক্ষে ৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু খাতা জমা পেয়েছি ৩৪টি, একটি খাতা পাওয়া যাচ্ছে না। খাতা হারিয়ে যাওয়া প্রসঙ্গে কেন্দ্র সচিব আতাউর রহমান বিএসসি বলেন, বিষয়টি আমরা লিখিতভাবে পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি এবং আগামী পরীক্ষা থেকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে মাধবীলতা ও মনোরঞ্জন রায়কে পরিদর্শকের দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, ‘‘বিষয়টি দুঃখজনক। তবে ওই কেন্দ্রের পরীক্ষা সংশ্লিষ্ট কেউ এর দায়ভার এড়াতে পারেন না। উল্লেখ্য, এর আগেও চলতি এসএসসি পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে হিন্দু ধর্ম পরীক্ষায় বিষয় কোড ভুল করায় কেন্দ্র সচিব তোফায়ালুর রহমানকে কেন্দ্র সচিব ও ট্যাক অফিসারকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং নতুন কেন্দ্র সচিব হিসাবে আতাউর রহমানকে (বিএসসি) দায়িত্ব প্রদান করা হয়।