বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিতর্কিত সেই প্রধান শিক্ষক স্কুল ফাঁকি দেওয়ায় বেতন বন্ধ

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা,(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ৫০ টাকার জন্য বই কেড়ে নেওয়া সেই বিতর্কিত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্কুল ফাঁকি দেওয়ায় অনিদিষ্ট কালের জন্য বেতন বন্ধ করে দিয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মোশফিকুর রহমান। জানা যায় সাম্প্রতি বনভোজনের ৫০ টাকার জন্য বই কেরে নেওয়া গাবরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে ওই ঘটনার জন্য পূর্ব গোপালঝাড় চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। তিনি তার কর্মস্থলে না গিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় পৌর শহরের জিরোপয়েন্টে ঘোড়াঘুড়ি করলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারে। এবং ঘটনার সত্যতা পেলে তাৎক্ষনিক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধ স্কুল ফাঁকির অভিযোগ দায়ের করে বেতন বন্ধু করে দেয়। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সাথে মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র সংযোগ কেটে দেন। এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মোশফিকুর রহমান জানান অভিযুক্ত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দিয়ে বাইরে অননুমোদিত ভাবে ঘোরাঘুরি করা ও বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হয়েছে। সেই সাথে আজ থেকে অনিদিষ্ট কালের জন্য তার বেতন ভাতা বন্ধ করা হয়েছে