বিজ্ঞাপন দিন

জলঢাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর উপর হামলা : তিনজনকে আসামি করে এজাহার

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে অতর্কিত হামলা করে গুরুত্বর আহত করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আসামি করে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় এজাহার দিয়েছেন ওই নির্যাতিতা নারী মিশু বেগম ( ২৩ )। গত ১৬ ফেব্রুয়ারী সকালে পৌর শহরের দক্ষিন বগুলাগাড়ি ভেড়াপাড়া গ্রামে এঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, ওই এলাকার প্রবাসি সাহাবুল ইসলাম দেশের বাহিরে (ওমান) থাকার সুযোগে তার স্ত্রী এক সন্তানের জননী মিশু বেগমকে পার্শ্ববর্তী এলাকার মৃত আফসার আলীর ছেলে জাবেদ আলী ( ৩৫ ) মুঠো ফোনে এবং স্বশরিরে বেশকিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।এতে মিশু বেগম রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে গত ১৬ ফেব্রুয়ারী সকালে মিশু বেগমের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে গৃহবধূ মিশু বেগমকে গুরুত্বর আহত করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিশু বেগম গনমাধ্যমে অভিযোগ করে বলেন, জাবেদ আলীর নির্দেশে তার ভাই দুলু মামুদ (৩০) ও জামিয়ার রহমান আমাদের বাড়িতে এসে অতর্কিতভাবে এলোপাথারী মারতে থাকে এবং আমাকে বিবস্ত্র করে শ্লীলতাহিনীর চেষ্টা করে, আমার স্বামীর বড় বাবুল বাচাতে আসলে তাকে জখম করে ওরা। আমার আত্মঃচিৎকারে লোকজন ছুটে আসলে নানানভাবে ভয়ভিতি ও হুমকি প্রদান করে সাশিয়ে যায় তারা। মিশু বেগম জানান, আসামীরা আমার শান্তিময় সংসার ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের হুমকিতে বর্তমানে আমি ভিটে ছাড়া ! আসামীরা যখন তখন আমার উপর এবং আমার পরিবারের ক্ষতি সাধন করতে পারে। এ জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি সঠিক বিচার চাই।