বিজ্ঞাপন দিন

জলঢাকায় চাচী-ভাতিজার অসম প্রেম। অতঃপর

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় চাচী ভাতিজার অসম প্রেমের কাহিনীতে বাঁধা হয়ে দাড়ালেন বেরশিক পুলিশ। প্রেমিক যুগলকে ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে অতঃপর থানায় নিয়ে আসে পুলিশ । ঘটনাটি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম মসজিদ পাড়ায়। এলাকাবাসি জানায়, আব্দুল লতিফের ২ সন্তানের জননী স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও একই এলাকার ভাতিজা সম্পর্কে খতিম উদ্দিনের অবিবাহিত পুত্র মাহবুবুল ইসলাম (২৩) দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলছিল। এরেই মধ্যে আব্দুল লতিফ মামলার আসামী হয়ে পলাতক অবস্থায় রয়েছে। তাই এদের অসম প্রেম আরও গভীরতা লাভ করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত মধ্য রাতে গোপন অভিসার পার করার সময় থানা পুলিশের একটি দল আব্দুল লতিফের বাড়িতে উপস্থিত হয় এবং দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এসআই বিল্লা জানান, রোজিনার স্বামী আব্দুল হালিম একটি মামলার আসামী। আমরা তাকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে আসার পরে বাহিরের গেটে তালা দেওয়া। পরে বেড়া কেটে ঘুরে ঢুকে রোজিনা মাহবুবুলের পরকীয়া প্রেমের ঘটনার হাতে-নাতে ধরে ফেলি। মাহবুবুল জানিয়েছে, একাধিক বার মহিলার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে। থানায় নিয়ে আসা হলে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ৪ শত টাকা জরিমানা করে দুজনকে ছেড়ে দেওয়া হয়।