মানিক লাল দত্ত,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ২০২০ ইং সালের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা হয়েছে। একই সাথে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জলঢাকা উপজেলা শাখার নবাগত কমিটি ঘোষনা করেছে। কমিটিতে জলঢাকা অনিন্দ্য ফার্মেসীর স্বত্বাধিকারী মাহবুবর রহমান মনি কে সভাপতি ও জলঢাকা অবনী ফার্মেসীর স্বত্বাধিকারী হাবিবুর রহমান হালু কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য কমিটি গঠন করে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জলঢাকা শামস্ বাংলা পোল্ট্রি ফার্ম মাঠে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে জলঢাকা উপ-শাখা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নীলফামারী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জলঢাকা উপজেলা নবাগত কমিটির সভাপতি ও অনিন্দ্য ফার্মেসীর স্বত্বাধিকারী মাহবুবর রহমান মনি। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম ফেরদৌস,জলঢাকা বনিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বাবলু,জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।এসময় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পক্ষে ডাঃ মাহফুজুল হক সেনিন,ঔষধ প্রশাসন জেলা সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি জেলা সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম,জেলা সহ সভাপতি তোবারক আলী,
জেলা সহ সভাপতি ও এমআরপি আহবায়ক সফিউল আলম,জেলা সদস্য ও কিশোরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রেজাউল হক করিম,জেলা সদস্য ও ডোমার উপজেলা কমিটির সভাপতি হামিদুর রহমান,জেলা সদস্য ও সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোস্তফা,জেলা সদস্য ও ডিমলা থানার সভাপতি আলী আহম্মেদ মর্তুজা লেলিন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন জলঢাকা সাগর মেডিকেল স্টোর এর স্বত্বাধিকারী খালেকুজ্জামান দুদুল,মীরগঞ্জ বাজারের এনামুল হক খন্দকার,টেংগণমারী বাজারের মোশাররফ হোসেন ও সিরাজুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন হুদা ফার্মেসীর স্বত্বাধিকারী দবিরুল হুদা,ব্লু স্টার ডাঃ মোজাম্মেল হক সহ স্থানীয় চিকিৎসক ও উপজেলার সকল কেমিস্টস্ স্বত্বাধিকারীবৃন্দ। বক্তারা বলেন,আমরা নিজ দায়িত্বে সঠিক ভাবে ঔষধ সরবরাহ করবো। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয় থেকে বিরত থাকবো। আমরা সকলে এক হয়ে চিকিৎসা সেবায় সমান অবদান রাখবো। উপস্থিত অতিথিবৃন্দের কে সম্মাননা স্মারক ক্রেষ্ট দেয়া হয়। নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বনভোজনের কার্যক্রম সমাপ্তি করা হয়।