বিজ্ঞাপন দিন

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য রকম রুপকার মোস্তফা জামান

সিরাজুল ইসলাম বিজয়,তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুর সদর থেকে ১৩ কিলোমিটা দূরে তারাগঞ্জ উপজেলা হাসপাতালটি অবস্থিত। জানা গেছে, উপজেলার প্রায় দেড় লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১৯৯৫ সালে স্থাপিত হয়। বিগত ২৫ বছরে ৩৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। আধুনিক হাসপাতাল ও সেবার মান উন্নয়নের লক্ষে ২০ শে আগষ্ট ২০১৭ ইং সালে ডাঃ মোস্তফা জামান চৌধুরী যোগদান করেন। শুরু থেকে হাসপাতালের রুগীদের পাশাপাশি পুরো চত্বরে আগাছা পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশের ভারসাম্য নিয়ে কাজ শুরু করেন। নিজস্ব ব্যবস্থাপনায় নানা ধরনের ফুল ফল ও ভেষজ বাগান তৈরী করার উদ্দোগ নেন। হাসপাতালের রুগীদের চিকিৎসা ও সেবার মান উন্নয়নের জন্য বিশেষ নতি পত্রের চাহিদার প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবগত করেন। মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। হাসপাতালটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয় ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কর্মী যুক্ত করে পরিবেশ ভাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দোহাজারী গ্রামের মনোয়ারা বেগম বলেন, হামরা মেডিকোলত আসি চার দিন ভর্তি হয়া আছনো বড় স্যার খুব ভাল মানুষ । কাছত আসি বসিয়া ভাল মন্দ শুনিয়া ঔষুধ দেয়, খোঁজ খবর নেয়। কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের লাকী বেগম বলেন, আমি অসুস্থ্য হয়ে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলাম । চিকিৎসা নিয়েছি এখন সুস্থ্য আছি। হাসপাতালের স্যার অনেক ভাল মানুষ । হাড়িয়ারকুঠি ইউপিচেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, আর দ্রুত গতিতে এগিয়ে যাবে। বর্তমান সরকার দেশের স্বার্থে স্বাস্থ্য খাতে ব্যপক বরাদ্দ ও নজরদারি করছেন। সাথে আমার উপজেলার কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সহ উপজেলা হাসপাতাল মডেল হিসেবে আগামীতে প্রত্যশা করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, বখাটেদের আনাগোনা ও বিভিন্ন অনৈতিক কার্যক্রম বন্ধ সহ সেবার মান উন্নয়ন ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে হাসপাতালে ১১ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । প্রত্যেকটি কমিউনিটি হাসপাতালকে এক যোগে চেনার উপায় হিসেবে একই রঙ্গে রাঙ্গীয়ে তোলা ও ডেলিভেরী বৃদ্ধির জন্য নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের পুরুস্কার প্রদান এবং সমাজ সেবা অফিসের সহযোগিতায় ডেলিভেরী বাচ্চাদের উপহার প্রদান করা হয়েছে। অপরদিকে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন , এই হাসপাতালটির সেবার মান ও রুগীদের সার্বক্ষনিক তৎপরতা থাকা সত্বেও একটি কুচক্রী মহল মনগড়া তথ্য দিয়ে বিভিন্ন গনমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানলিটন বলেন, মৌলিক চাহিদার মধ্যে দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ন ভুমিকা ও অবদান রাখছেন বর্তমান স্বাস্থ্য খাত। আমরা সরকারের উন্নয়নের পাশাপাশি স্থানীয় পরিষদে ইউনিয়ন পর্যায়েও যথেষ্ট তদারকি ও নজরদারি করছি। এখন আমাদের উপজেলা হাসপাতালটি ঢেলে সাজানোর প্রচেষ্টা করেছি। সেই লক্ষে সাধারন রোগের পাশাপাশি চোখের চিকিৎসা ডায়বেটিস ব্লাড প্রসার শিশুদের সহ গুরুপূর্ণ রোগের নিয়মিত চিকিৎসা চলছে