বিজ্ঞাপন দিন

সাংবাদিক আরিফুলকে নির্যাতন ও অন্যায়ভাবে কারাদন্ড দেয়ার প্রতিবাদে নীলফামারী বিএমএসএফ”র মানববন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ প্রত্যাহারেই যথেষ্ট নয়, দৃষ্টান্ত চাই" শ্লোগানে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম কে নির্যাতন করে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে ভ্রাম্যমান আদালতে এক বছর কারাদন্ড প্রদান করার প্রতিবাদে মানববন্ধন করেছে নীলফামারী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সোমবার দুপুরে নীলফামারী চৌরঙ্গী মোড় সৃতি অম্লানে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি। অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন বিএমএসএফ সাধারণ সম্পাদক নুর আলম। এতে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর মাহমুদুল হক আস্তাক, আরটিভির হাসান রাব্বী প্রধান কালেরকন্ঠর নিখিল রায় ভুবন, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল বারী ও ইত্তেফাকের শীষ রহমানসহ আরো অনেকে। এসময় বক্তারা, বাংলা ট্রিবিউনাল পোটালের কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম কে শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে তার নিজ বাড়ীর দরজা ভেঙ্গে তাকে ধরে ডিসি অফিসে নিয়ে আসে। এবং যেভাবে উলঙ্গ করে অমানুষিক নির্যাতন চালায় তার বর্ননা দিয়েছে রিগ্যান নিজেই। পরে ডিসি অফিস কক্ষেই তাকে মিথ্যা মাদক মামলায় জড়িয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছর কারাদন্ড প্রদান করে। অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ মানববন্ধনে অংশগ্রহন করে।