বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা ভাইরাস সচেতনতায় ওসি’র নানান উদ্যোগ

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি; নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন।থানায় প্রবেশকালে আজ শনিবার থেকে স্থানীয় জনসাধারণের জন্য হাত ধোয়ার ব্যবস্থাসহ থানায় কর্মরত সকল স্টাফদের তিনি মাস্ক বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়াও জলঢাকা উপজেলায় 22 জন বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে প্রতিদিন তাদের খোঁজ খবর রাখছেন। অনেক সময় নিজেই করোনা ভাইরাস সংক্রামন ব্যধি সম্পর্কে তিনি সতর্ক করছেন। এ বিষয়ে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস ˆবশ্বিক মহামারী আকার ধারণ করেছে। জলঢাকায় এ ভাইরাস রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানায় আসা জনসাধারণের হাত ধোয়ার ব্যবস্থা করেছি। সেইসাথে কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর রাখছি।