বিজ্ঞাপন দিন

নীলফামারীতে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে অবহিতকরন সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ- বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করণীয় সম্পর্কে নীলফামারী জেলা সাংবাদিকদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক হলরুমে সিভিল সার্জনের আয়োজনে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আতংকিত। এরই ধারাবাহিকতায়, সাংবাদিকদের সাথেএই চাঞ্চল্যকর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন রনজিত কুমার বর্মন। তিনি বলেন, করোনা এক ধরনের সংক্রমক ভাইরাস। ভাইরাসটি পশু/পাখির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। জন-সচেতনামূলক বক্তব্যে তিনি বলেন, এ ভাইরাসটি দেশ বিদেশে ভ্রমন করলে ১৪ দিনের মধ্যে জ্বর, গলাব্যাথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে মানব দেহে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত আমাদের দেশে এ ভাইরাস কোথাও দেখা যায়নি, তবে গুজব যাতে কেউ না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যাান শাহিদ মাহমুদ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।