বিজ্ঞাপন দিন

তারাগঞ্জে নিজেরাই নিজেদের সর্বনাশ করছে

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাস বিস্তার রোধে রংপুরের তারাগঞ্জে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। মোতায়েন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাসায় থাকতে আহ্বান জানানো হয়েছে। তবে এ নিয়ম মানছেন না অনেকেই। বিশেষ করে তারাগঞ্জ উপজেলার বাজারগুলোতে এখনো ভিড় রয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১০ টায় তারাগঞ্জের কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ভিড়। গায়ের সঙ্গে গা লাগিয়ে বাজার করছেন ক্রেতারা। সরকারের পক্ষ থেকে নিরাপদ দূরুত্ব বজায় রেখে চলার জন্য বলা হলেও সে নিয়ম মানছেন না অনেকেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরও একই অবস্থা। এ প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, নিজেরা নিজেদের সর্বনাশ করছে। জনগন যদি নিজের ভালো না বোঝে লাঠি দিয়ে কতক্ষণ ঠিক রাখা যায়? করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন মেনে সামাজিক দূরুত্ব বজায় রাখেন। এতে সবার মঙ্গল হবে। এদিকে, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। দু-এক প্রকার সবজি বাদে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে যারা তারাগঞ্জ পাইকারী বাজার থেকে সবজি কিনে এলাকায় বিক্রি করেন তারা প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা লাভ করছেন। এ বাজারে সবজির দাম কম থাকায় আশেপাশের মানুষ আসছেন এখানে বাজার করতে। বুড়িরহাট বাজারের স্থানীয় এক সবজি ব্যবসায়ী বলেন, ৯০ টাকা ভাড়া দিয়ে তারাগঞ্জ বাজার থেকে ভ্যান ভর্তি সবজি কিনেছি। প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা লাভ হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও তারাগঞ্জ এলাকায় ব্যাটারী চালিত অটো রিকশা চলছে। বাজার করে এসব গাড়িতে করেই বাড়ি ফিরছেন লোকজন।