বিজ্ঞাপন দিন

করোনা প্রতিরোধে তারাগঞ্জে রাস্তায় জীবাণু নাশক স্প্রে

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও জনসচেতনতার লক্ষ্যে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। গত শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় তারাগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। এ সময় রাস্তায় ওষুধ স্প্রে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খতিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ জিন্নাত আলী ও থানা পুলিশের অন্য সদস্যরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, ইউএনও আমিনুল ইসলাম, পিআইও আব্দুল মমিন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, শুক্রবার থেকে উপজেলায় পরিস্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যাক্রমে উপজেলার প্রতিটি হাট বাজার ও সড়কে স্প্রে করা হবে। এতে গ্রাম গঞ্জে জীবাণু বিস্তারে অনেকটাই রোধ হবে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।