বিজ্ঞাপন দিন

"জলঢাকায় ভিটামাটি ও কবরস্থান রক্ষার জন্য এক অসহায় পরিবারের আহাজারি"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিবেদকঃ নীলফামারীর জলঢাকায় ভিটামাটি ও পিতার কবরস্থান রক্ষার জন্য কৈমারী বাড়াইপাড়ার মৃত বসেতুল্লা ছেলে আব্দুল হামিদ (৬০) নামে এক অসহায় পরিবারের আর্তনাদ ও আহাজারি। তার পিতা সহ অনেকে এ ভিটায় ঘুমিয়ে আছে।পুত্রবিহীন সংসারে তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আব্দুল হামিদ। বৃদ্ধ বয়সে আগের মত আর এখন কাজ-কাম করতে পারে না। মেয়েরা ঢাকায় গার্মেন্টস শ্রমিকের রোজগারে কোনমতে পরিবার চলে। কোন বেলা না খেয়ে দিন চলে যায় তাদের। তার উপরোক্ত বসতভিটার উপর প্রতিবেশী প্রভাবশালীদের কু-নজর। এমনস্থায় আর্তনাদ ও আহাজারিতে দিন কেটে যাচ্ছে আব্দুল হামিদের। সে ন্যায় বিচারের চেয়ে সচেতন মহলের মানুষের দ্বারেদ্বারে ঘুরছেন।আব্দুল হামিদের পরিবার জানায়,আব্দুল হামিদ সরকারি খতিয়ান ভুক্ত ৩২ শতাংশ জমি বন্দবস্ত লিজ নিয়ে বসতভিটা হিসেবে ভোগদখল করে আছে। এই জমিটুকু যেন তার মাথা গোছার ঠাই। এ ভিটায় তার বাপের কবরও আছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী এ জমি দখলের জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। তার নামীয় জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। প্রতিবেশী প্রভাবশালী ওহেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) জোরপূর্বক তার নামায় জমি দখল করে আছে। আব্দুর রাজ্জাকের নামে থানায় অভিযোগ করেও কোন ফলস্বরূপ হয়নি।পরিবারটি আরও জানায়,এই জমি পুনরায় বন্দোবস্থ করার অজুহাতে স্থানীয় তহশিলদার মজিবর রহমান আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। আব্দুল হামিদ টাকা দিতে ব্যর্থ হলে অন্য সচ্ছল প্রভাবশালী মানুষের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভিটে মাটি ছাড়ার দাঙ্গাহাঙ্গামা ও প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে গত ২৯ জানুয়ারি তহশিলদারের নামে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান রেজাউল হক বাবু এর সাথে কথা হলে তিনি বলেন,অসহায় আব্দুল হামিদের বিষয়টি নিয়ে ডিসি স্যারের সাথে বসবো ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।