বিজ্ঞাপন দিন

জলঢাকায় মানব পাচার মামলার ভিকটিম ঢাকা থেকে উদ্ধার

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মানব পাচার মামলার ভিকটিম আত্ম-গোপনে থাকা হিরা মনি (১৪) নামে এক নারীকে উদ্ধার করেছে থানা পুলিশ। ১৫ মার্চ ঢাকা জেলার আশুলিয়া থানা গাজীর চট আড়িয়ার মোড় নামক স্থানে থেকে তাকে উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল রুহুল আমিন ও অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের তদারকিতে এসআই আব্দুর রশিদ সহ সঙ্গীয় একদল চৌকস ফোর্স উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযানে সহযোগিতা করে আশুলিয়া থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,গত বছরের ১২ আগষ্ট উপজেলার চিড়াভিজা গোলনার বাবলুর রহমানের মেয়ে হিরা মনির পোষ্যকবুতর একই গ্রামের আবিয়ার রহমান @ টেপড়া মামুদের ছেলে জাহাঙ্গীর ইসলামের বাড়ীতে যায়। কবুতর আনতে হিরা মনি তার বাড়িতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া বিবাদ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর কে বিয়ের করার দাবিতে তার বাড়িতে হিরা মনি অবস্থান নেয়।জাহাঙ্গীর কে বিয়ে করতে না পারলে আত্মহত্যা করবে বলে হুমকি দেয় হিরা মনি। কিন্ত বিয়ে ব্যাপারে অসম্মতি জানায় জাহাঙ্গীর সহ তার পরিবার। পরবর্তীতে জাহাঙ্গীরের বাবা বাদি হয়ে নীলফামারী জেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১০৯/১৮। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত হিরা মনির নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে। অপরদিকে ১২ আগষ্ট হিরা মনির বাবাও বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু ট্রাইব্যুনালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে জাহাঙ্গীর সহ মোট ৭ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ পাচার মামলা করে। যাহার মামলা নং ৩৯৫/১৮। এ মামলায় বিজ্ঞ আদালত জাহাঙ্গীর এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। হিরা মনির নামে মামলা হওয়ার পর থেকে সে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার জোর খাড়া পাত্রখাতার আছর আলীর ছেলে বাবুল মিয়া কে বিয়ে করে আত্মগোপনে থাকে। হিরা মনি নানী ও স্বামী সহ ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীর চট আড়িয়ার মোড়ের মৃত আব্দুল গনি ছেলে আব্দুল বারেক (৬০) এর ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। এখানে সে পোষাক শিল্পে চাকুরি করতেন। থানা পুলিশ ১৬ মার্চ চাঞ্চল্যকর ভিকটিম হিরা মনি কে উদ্ধার করে নীলফামারী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই-০১ এবং গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ প্রেরণ করেছে। ঘটনা বিষয়ে সততা নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,চাঞ্চল্যকর ঘটনার ভিকটিম হিরা মনি কে উদ্ধার করে জেলা আদালতে প্রেরন করা হয়েছে।