বিজ্ঞাপন দিন

জলঢাকায় মাধব মাস্টার হত্যা মামলার আসামী জেএমবি সদস্য গ্রেফতার

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ; নীলফামারীর জলঢাকায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য তৈয়ব আলীর সহচর ও পন্ডিত শিক্ষক মাধব চন্দ্র (মাধব মাস্টার) হত্যা মামলার আসামী রশিদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার (২ মার্চ) গভীর রাতে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নির্দেশে এসআই জাহাঙ্গীর আলম’র নেতৃত্বে এএসআই মুকুল চন্দ্র বর্মন,ফিরোজুল হাসান ও মিনহাজুল ইসলাম সহ সঙ্গীয় একদল চৌকস ফোর্স শৌলমারী ইউনিয়নের গোপালঝাড় তিস্তা নদীর চরে দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবি সদস্য রশিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রটি জানায়,গত ২০১৫ সালে দিনে দুপুরে মাধব মাস্টার হত্যা হয়। এ হত্যাকান্ডের আসামি শৌলমারী গোপালঝাড় দিঘলটারী এলাকার মৃত ওসমান আলীর ছেলে সাজাপ্রাপ্ত জিএমবি’র চিহ্নিত সদস্য রশিদুল ইসলাম।যাহার মামলা নং ৭। আসামী ছদ্মনাম হিসেবে আব্দুর রশীদ ও আবুল কালাম আজাদ নামে পরিচয় বহন করে আত্নগোপনে থাকার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে বলেন,হত্যাকান্ডের আসামী রশিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে একজন চিহ্নিত জেএমবি’র সক্রিয় সদস্য।