বিজ্ঞাপন দিন

দ্রব্যমূল্য সহনশীল রাখতে ডোমারে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)প্রতিনিধি: দ্রব্যমূল্য সহনশীল রাখতে নীলফামারীর ডোমার উপজেলায় দুইদিন ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ও সহকারি কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন। রোববার সকালে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে উপজেলার চিলাহাটি রেলঘুন্টি মোড়ের মানিক হোসেন ১০ হাজার,ধঞ্জনপুর বাজারের মতিয়ার রহমান ৫ হাজার ও খলিলুর রহমানকে ৫ হাজার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এরপরে ডোমার বাজারে চাল ব্যবসায়ী দীপক মানি প্লাষ্টিকজাত পন্য ব্যবহার করায় ৫শত এবং মুদি দোকানদার নুর আলমকে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য তেল রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে গতকাল শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম ডোমার বাজারে চাল ব্যবসায়ী সাহা ট্রেডার্সকে চালের মুল্য তালিকা না থাকায় ও মেসার্স মেরাজ মেডিসিন কর্ণারকে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে উভয়কে ৫হাজার টাকা করে জরিমানা করেন । এ সময় সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল)জয়ব্রত পাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^দেব রায়, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন উপস্থিত ছিলেন।