বিজ্ঞাপন দিন

জলঢাকায় পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে 'এসো নিজে করি'

রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় আগুনে পুড়ে যাওয়া এক অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন 'এসো নিজে করি'। গত সপ্তাহে,গোলমুন্ডা ইউনিয়নের ডিবু পাড়ায় তাহমিনা বেগমের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে তাহমিনা ছাউনি টাঙ্গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কোন মতে রাত্রিযাপন করে আসছে। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক অন্য দিকে বেঁচে থাকার লড়াই। এভাবে পাঁচ সদস্যদের পরিবার নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে অসহায় তাহমিনার। এমন সময় খাবার নিয়ে 'এসো নিজে করি' সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক নুর মুহাম্মদ নাছিম (মিলন বিএসসি),সহ পরিচালক মোশফেকুর রহমান,লিয়াকত আলী,রাফিউল ইসলাম,আসাদুল ইসলাম সহ একটি টিম খাদ্য সামগ্রী নিয়ে তাহমিনার বাড়িতে উপস্থিত হয়ে সাহায্যের হাত প্রসারিত করে। গত বছরে গোলমুন্ডায় সামাজিক সংগঠন 'এসো নিজে করি' যাত্রা শুরু করে সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি পুরো উপজেলায় নাম কুড়িয়েছে। দুস্থ,অনাথ,অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্টিকে কর্মসংস্থানে উদ্বুদ্ধ করণসহ অসহায় মেয়ের বিয়ের ব্যবস্থা করা। না খেয়ে কারা সমাজে পড়ে আছে এসব দেখভাল করে সংগঠনটি। এছাড়াও যৌতুক বিরোধী আন্দোলন,বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক নির্মুলে সচেতনায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। 'এসো নিজে করি' সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক নুর মোহাম্মদ নাছিম (মিলন বিএসসি) বলেন,অসহায় পরিবারের পাশে আমরা সর্বময় আছি। এছাড়া বর্তমানে প্রাণঘাতী 'করোনা ভাইরাস' প্রতিরোধে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। মুসল্লীদের জন্য মসজিদে মসজিদে অযুখানায় সাবানের ব্যবস্থা করে দিতেছি। আমাদের সকল কার্যক্রম অব্যাহত আছে।