বিজ্ঞাপন দিন

জলঢাকায় জীবাণুনাশক পানি দিয়ে সড়ক স্প্রে

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর জলঢাকা পৌর শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্দ্যোগে করোনা ভাইরাস ঠেকাতে আজ রবিবার দুপুরে শহরের চালবাজার এলাকায় ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক এনামুল হক ও স্টেশন অফিসার মমতাজুল ইসলাম। স্টেশন অফিসার মমতাজুল ইসলাম জানান পৌরশহরের প্রধান প্রধান সড়ক জীবাণুমুক্ত রাখতে এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন পানির সঙ্গে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক মিশিয়ে ফায়ার সার্ভিসের গাড়ীতে করে শহরের প্রধান প্রধান সড়কের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।