মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "বীমা দিবসে শপথ করি নিরাপদ জীবন গড়িি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোছলেম উদ্দীন ও উপজেলা জাতীয়পাটির নেতা তাহমিদুর রহমান মিলন প্রমুখ। সভায় বক্তারা বলেন, যে কোনো প্রক্রিয়ার অর্থনৈতিক কাঠামোতে বীমা একটি গুরুত্বপূর্ণ খাত। বাংলাদেশের অর্থনীতিতে মিশ্র অর্থনীতি কাঠামো বিবেচনায় সরকারের পাশাপাশি বেসরকারি বীমা কোম্পানি আছে এক্ষেত্রে অবদান রাখছে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে মূলধনে রূপান্তরকরণে বীমা কোম্পানিগুলো অপরিসীম ভূমিকা পালন করছে; দেশের দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জোগানদাতা হিসেবে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরো বলেন মূলধন গঠন ছাড়াও দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যক্তিক ও পারিবারিক আর্থিক নিরাপত্তা বিধান, ব্যবসা-বাণিজ্যিক ও সর্বোপরি আন্তর্জাতিক বাণিজ্যে সহায়ক সংস্থা হিসেবে বীমা খাতের কোনো বিকল্প নেই। সভায় উপজেলার কর্মরত সকল সরকারি ও বেসরকারি বীমা কোম্পানীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।