বিজ্ঞাপন দিন

জলঢাকায় নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য প্রশাসনের নির্দেশ

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি না করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের সহযোগিতায় পৌরশহরের চাল বাজার,ডাল পট্টি ও পেঁয়াজ আড়ৎ এ উপস্থিত হয়ে ব্যবসায়ীদের এসব নির্দেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস। এবং পরবর্তীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রি করলে সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানিয়ে দিয়ে সতর্ক করেন তিনি। এ সময় ব্যবসায়ীদের চালের আড়ৎ পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মজুদদারি পরিহার করে, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।