বিজ্ঞাপন দিন

জলঢাকায় হোম কোয়ারেন্টিন না মানায় ৪ জনের জরিমানা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ভারত ফেরত ৪ ব্যাক্তি হোম কোয়ারেন্টিন না মেনে ঘরে না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়ীর বাইরে ঘোরাফেরার সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস এ জরিমানা করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে, জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা এলাকার ভারত ফেরত ওই ৪ ব্যক্তি সম্প্রতি দেশে এসেছেন। নিয়ম অনুযায়ী তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার কথা। তারা কোয়ারেন্টিনে না থেকে যেখানে সেখানে ঘোরাফেরা করলে এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা পেলে এ জরিমানা করেন। ভারত ফেরত ব্যাক্তিদের মধ্যে উত্তম কুমারকে ৮ হাজার, দ্বীপবাবু সস্ত্রীক ৬ হাজার ও ফুলচাদকে ৩ হাজার টাকা জনিমানা করা হয়। অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডাঃ আরিফ হাসনাত, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান ও উপপরিদর্শক (এসআই) ওসমান গণী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর জানান, জরিমানা দেওয়া ওই ৪ ব্যাক্তিকে আজ থেকে ২৮ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।