বিজ্ঞাপন দিন

জলঢাকায় পৌর মেয়র রাবি শিক্ষার্থীদের সাথে নিয়ে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ

রবিউল ইসলাম রাজ,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ করোনা ভাইরাসের আতংকে আজ পুরো বিশ্ব বিচ্ছিন্ন। বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসের নেই প্রতিষেধক শুধু প্রতিরোধ করাই এখন সম্বল। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরী গ্রহন করেছেন বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে রোববার (২২ মার্চ ) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সহযোগিতায় পৌর শহরের দোকান ও পথচারীদের মাঝে গ্লাভস, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। রাবি শিক্ষার্থীরা হলেন, জিয়া,জিনু,রাজু,রোখন,রকি,বন্যা,শিখা,রিমু সহ মোট ৩০ জন। মেয়র ইতোমধ্যে নিজ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ভাইরাস প্রতিরোধে নতুন করে,হ্যান্ড গ্লাভস,মাস্ক বিতরণ করেছেন করেছেন। পদক্ষেপের মধ্যে পৌরসভায় প্রবেশের পূর্বে হাত ধোঁয়ার ব্যবস্থা করেছেন। যাতে পৌর কর্মী এবং সাধারণ জনগণ পৌরসভা ভবনে প্রবেশের পূর্বে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে পারে। এছাড়াও ইতিপূর্বে নানাবিদ উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও সকলের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কি? বিস্তারিত উল্লেখ করে লিফলেট বিতরন করা হয়েছে পৌর নাগরিক সহ সর্বসাধারণের মাঝে। সেই সাথে পৌর সভায় প্রবেশ পথে হাত ধোঁয়ার যাবতীয় ব্যবস্হা করেছেন। পৌর মেয়র ফাহমিদ ফায়সাল কমেট চৌধুরী জানায়,বর্তমানে দেশের ক্লান্তিলগ্নে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক কার্যক্রম করছেন নিশ্চয়ই প্রশংসিত। এভাবে সকলের উচিত করোনা প্রতিরোধে এগিয়ে আসা। আমাদের পৌর এলাকায় সচেতনতা কর্মকাণ্ড অব্যাহত আছে।