বিজ্ঞাপন দিন

ডোমারে নেসকো কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের দাবীতে অবস্থান কর্ম বিরতি

রতন কুমার রায়,ডোমার-নীলফামারী: কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) কর্মরত সকল পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকুরী স্থায়ী করণের দাবীতে অবস্থান কর্ম বিরতি শুরু করেছে। সোমবার ডোমার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) চত্ত্বরে পিচরেট ঐক্য পরিষদ ডোমার এর আয়োজনে সকল পিচরেট কর্মচারীরা অর্ধ দিবস অবস্থান কর্ম বিরতি পালন করেছে। পিচরেট মিটার রিটার উত্তম কুমার দাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন লিটন ইসলাম,সাব্বির হোসেন,আব্দুর রহিম,রবিউল ইসলাম,শরিফ ইসলাম প্রমূখ। বক্তরা চাকুরী স্থায়ী করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।